==================
দেখিনারে আজকাল সেই বাঁশঝাড়
সুশীতল ছায়া ঢাকা, পাখি বেসুমার
কোলাহল করে তারা ভরে দিত প্রাণ
গলা ছেড়ে গায় কেউ ভাওয়াইয়া গান।
একসাথে বাবা মা গোটা পরিবার
ছিল পাড়া প্রতিবেশী কতনা মজার
করতেন গল্প ছায়ার তলায়
রং ঢং ছিল কারো কথা যে বলায়।
বাটা ভরা থাকতো মজা গুয়া পান
যার যত মন চায় মুখ ভরে খান।
এতে কত দৃঢ় হত মায়ার বাঁধন
ভালবাসা ভরা ছিল সকলের মন।
কোথা গেলো সেই সব,নাই বাঁশঝাড়
আজ শুধু খরতাপে চলে হাহাকার।
=============