******************************
কোন বানিয়া বানাইলোরে মানুষ মাটির দেহের
মাটির দেহে মাটির বদল খাদই পাইলাম ঢের!!
খাদে ভরা এই মানুষে কয়
আমি সেরা বিশ্ব জগৎময়
মুখের কথায় কখনো কি যায় স্বভাবের জের!
মাটির দেহে মাটির বদল খাদই পাইলাম ঢের।
আচরণে দেখিনা তোর বিনয়
বিত্তে বাড়াস চিত্তের পরাজয়
কবে হবে বোধনরে তোর সকলি ভুল মনের ফের!
মাটির দেহে মাটির বদল খাদই পাইলাম ঢের।
মুচকি হেসে বানিয়া কন ওরে
সময় হলে ধরব ঠিকই তোরে
সুদ-আসলে নেব হিসাব মনগড়া তোর খাদের!
মাটির দেহে মাটির বদল খাদই পাইলাম ঢের।
(একটি গীতি কবিতা)
******************************