'করোনা'র সাথে যুদ্ধ
~~~~~~~~~~~~~~~
আমরা হলাম যোদ্ধা জাতি
শক্ত মনোবল
যুদ্ধ করেই 'করোনা' কে
করবো রে বিকল!

আছেন যত সেনাপতি
ডাক্তার বিশেষজ্ঞ
তাঁদের দেয়া নিয়ম মেনে
করব যুদ্ধ যজ্ঞ!

দু'হাত ধুবো নিয়মিত
বাহির থেকে ফিরে
যাবো নাতো কোনক্রমেই
বহু লোকের ভিড়ে!

মুখে রুমাল-কাপড় দেব
হাঁচি-কাশি এলে
রোগ-জীবাণু ছড়াবো না
থু-থু, কফ ফেলে!

বাসা থেকে বাহির হবো
একান্ত দরকারে
'করোনা'কে করব কাহিল
মাস্ক ব্যবহারে!

আসেন যদি বিদেশ থেকে
নিকট-আপনজন
রাখবো তাকে একলা ঘরে
যতই কাঁদুক মন!

যাবোনা তার ধারে-কাছে
মাত্র চৌদ্দ দিন
এরই মাঝে বুঝবো তিনি
সুস্থ না সঙ্গিন!

নানান রকম ভ্রান্তি ছড়ায়
সামাজিক মাধ্যম
সাধুতা নয় লক্ষ্য তাদের
হয়ত অন্য রকম!

তাদের কথায় কান দেবোনা
করবোনা বিশ্বাস
বিশেষজ্ঞের পরামর্শেই
থাকবো বারোমাস।

'করোনা'তে আতংক নয়
থাকবো সচেতন
যুদ্ধ করেই ধ্বংস করবো
'করোনা'র জীবন।
~~~~~~~~~~~~~~~~~~