কানামাছি
~~~~~~~~~~~~~~~~
কইরোনা আর মোবাইল বন্ধু
আছি বহুত চাপে
আমার উপর কড়া নজর
রাখছে মায়ে-বাপে!
হইছে মোবাইল হস্ত ছাড়া
পড়ার ঘরে মায়ে খাড়া
দোকান থিকা ফিরা বাপে
করে আমার খোঁজ
ধমক-ধামক বকাবাজি
চলছে অহন রোজ!
তবু আমি চাইপ্পা আছি
তাগো লগে কানামাছি
খেলার চেষ্টা কইরা যাচ্ছি
সহজ-স্বাভাবিক
খাওয়া-দাওয়া পড়ালেখা
রাখছি সবই ঠিক!
বাপ-মায়েরে আনুম হাতে
তহন কথা তোমার সাথে।
আপাতত ভুইল্লা থাকো
সুইটি সোনার নাম
পারলে কিছু ট্যাকা পাঠাও
মোবাইল কিনার দাম!!
~~~~~~~~~~~~~~~~~