✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

  কানের জন্ম শোনার জন্য
  তবুও বাড়তি কাজ
        প্রশ্নবিহীন যাচ্ছে করে
        নাইতো কোন লাজ!

  চশমার ডাট ধরতেই হয়
  ছেলে কিংবা বুড়োর
        সুতলি দিয়ে চশমা কানে
        বাধা কোন খুড়োর!

  ফুটোর আঘাত সহ্য করে
  পড়ছে দুকান দুল
        তাইনা দেখে সবাই মুখের
        প্রশংসায় মশগুল!

  ছুতার রাখে পেন্সিল গুঁজে
  দুই কানের চিপায়
        দিনমজুরের বিড়ির মোতা
        সেথায় দেখা যায়!

  পড়ালেখায় কাচা হলে
  স্যারের মিলে আদর
        দুকান মলে লাল করবে
        মুখে বলবে বাঁদর!

  সম্প্রতি এই কোভিড উনিশ
  মাস্ক এ ঢাকলো মুখ
        তারও হাতল আটকাতে শেষ
        কর্ণদ্বয়ের সুখ!

  এতকিছুর পরেও কানের
  নাইতো অভিযোগ
        পরের জন্য ত্যাগ-ই আসল
        জীবন উপভোগ!

  কাজ করতে যারা শুধু
  ভোগেন পিছুটানে
        যারা খোঁজে কাজের কেবল
        ছোট-বড় মানে!

  কানকে দেখে শিখুন তারা
  কর্ম কাকে বলে
        প্রতিবাদহীন কানের কেমন
        সময় যাচ্ছে চলে‌!

  সবাই হলে কানের মত
  ধৈর্যের হিমালয়
        শুনবে এবং কাজ করবে
        কোন কথা নয়!

  তবেই সুখের আসবে প্রহর
  সবার ঘরে ঘরে
        আসুন সবাই নিজকে গড়ি
        কানের মত করে!

‌‌‌➤➤➤➤➤➤➤➤➤➤