🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
কোভিড উনিশ দারুণ রোষে
যখন দেখো চোখ রাঙায়
তার দাপটে সবাই যখন
হাসি-খুশি ভুলে যায়!
ঠিক তখন-ই ব্যাটে-বলে
টাইগাররা মাঠ কাঁপায়
হাজার দুঃখ-কষ্ট ও শোক
এক নিমেষে ভুলে যায়!
বিশ্ব দেখে এ কোন বাংলা!
এ কোন বাঘের গর্জন!
ব্যাটে-বলে বিশ্ব শাসন
বাংলা করুক অর্জন!
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
(অষ্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টি ২০ সিরিজ জয়ের অনুভূতি)।