জন্মদিনের আলো
***********************
আজ আকাশে নতুন করে
বসলো তারার হাট
আজকে যেন খোকার হৃদয়
জ্যোৎস্না ধোঁয়া মাঠ!
আকাশ থেকে জ্যোৎস্নাপরি
আলোর থালা হাতে
নিয়ে এল আজকে ওরা
খেলবে খোকার সাথে!
হাজার রঙে উঠল সেজে
বাগ-বাগিচার ফুল
খোকার জন্মদিনে সবাই
আনন্দে মশগুল!
রঙ বাহারি প্রজাপতি
ছড়িয়ে রঙের আলো
দেয় মুছিয়ে চারিধারে
খোকার যত কালো!
খোকার জন্মদিনে আজি
মিষ্টি সুরে পাখি
শুভেচ্ছা গীত গেয়ে তারা
করছে ডাকাডাকি!
**************************
০২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ।