জীবে দয়া
+++++++
'জীবে দয়া' এই তত্ত্ব
নিয়েছিলাম মেনে
মারতে মশা দেইনি অষুধ
বাসার পাশে ড্রেনে।
বাসার ভিতর ঝাঁড়-জঙ্গল
করিনিতো সাফ
জীবের আবাস ধ্বংস করলে
আমল নামায় পাপ!
আমার এমন দুর্বলতার
মশারা নেয় সুযোগ
ইচ্ছে মত বংশ বাড়ায়
জীবন করে ভোগ।
তারপর সব ছড়িয়ে পড়ে
আমার ঘর-দুয়ারে
জীবে দয়ার মজা এখন
পাচ্ছি হাড়ে হাড়ে!
আমার দয়ার শরীর তবু
দেয়না মশা ছাড়
খাচ্ছি গালি কিল ও ঘুষি
ফ্যামিলির সবার।
চোখ বোঝেনা মুখ বোঝেনা
বোঝেনাতো গাল
কামড়ে দিয়ে মশা আমার
করছে পাছা লাল!
বলছে সবাই ধূপ ও ধূনায়
মশার পূজো করো
কামড়িয়োনা করজোড়ে
মশার পায়ে ধরো।
_______________________