জীবনযোগ
               ---মোল্লা আজিজুল হক
~~~~~~~~~~~~~~~~~~~
তাকিয়ে আছে উৎসুক চোখ ভোর হবার আশায়
প্রার্থনা আজ একই কেন্দ্রে সরব-নিরব ভাষায়!
প্রলম্বিত হচ্ছে ক্রমে ঘোর অন্ধকার
প্রাণের মুক্তি আনুক আলো সংযুক্ত হবার।
দূরত্বে নয় মিলুক মানুষ সবাই পরস্পরে
আঁধার শেষে জীবনযোগের মহা আড়ম্বরে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~