।।জল যাতনা।।
------------------------------------
রতনাই নদী আজ অতি ক্ষীণকায়
ঘাটিয়াল চাচা বসে ঘরের মাচায়!

ঠোঁটে তার বিড়ি চাপা দেয় সুখটান
দু'চোখের আঙিনায় জলের বাগান!

নাও বাধা পরে আছে ঘাটের কিনার
বুকে তার জেগে ওঠে ব্যথার মিনার!

নদীর উপরে সাঁকো ছবির মতন
তাতে পার হয়না কোন লোকজন!

চৈত্র ও বৈশাখে সাইকেলে চড়ে
দু'পাড়ের মানুষেরা যাওয়া আসা করে!

অনায়াসে ঘোড়াগাড়ি মোট বয়ে চলে
তবু তার ছবি দেখা যায়নাতো জলে!

খোকা-খুকু ধরে মাছ ভিজেনা আঁচল
মাছ কোথা! জলহীন এ খেলারছল্!

হেঁটে নদী পার হয় মুরগী ও হাঁস
নদীর অঙ্গে কোথাও দেখা দেয় ঘাস!

ঘাস খেতে আসে গরু, ভেড়া ও ছাগল
খেলা করে বালকেরা ক্রিকেট পাগল!

নদীর অতীত ঘেঁটে বয়োঃবৃদ্ধগণ
স্মৃতিতে নদীর রূপে আপ্লূত হন!

এককালে নদী ছিল জলস্রোতে ঠাসা
ছিল নদী মানুষের ভাব-ভালবাসা!

সেই নদী মৃতপ্রায় শুধু নামে বাঁচা
জল যাতনায় ভোগে ঘাটিয়াল চাচা!

(আমাদের লালমনিরহাট জেলার মৃতপ্রায় রতনাই নদী নিয়ে)।
====================