ইতুকে উলটে দিলে

(একটি শিশুতোষ ছড়া)
******************

ইতুকে উলটে দিলে
হয়ে যায় তুই
তুই কোন নাম নয়
নাম হলো জুঁই।

তুই যদি জুঁই হয়
ইতু গেল কই
গোস্বা করে ইতু খায়
দই মেখে খই!

**********************