ইনতি ও বিনতি ওরা দুই বোন
দুজনার বড় প্রিয় আইসক্রিম কোণ।


কাছে ডেকে দুজনাকে মা করে বারণ
গলা ব্যথা টনসিল হবে এ কারণ।


তবে মাগো আইসক্রিম খেয়ে কাজ নাই
বলে ওরা কিনে দাও হাওয়াই মিঠাই।


ওরে বাবা! বলে কিগো হাওয়াই মিঠাই!
খেলে হবে দাঁতে পোকা তা কি জানা নাই!


ঠিক আছে তা-ও বাদ চকলেটই দাও
দেখি মাগো চুপিচুপি তুমিও তো খাও!

************************