ইমিটেশন প্রেম

~~~~~~~~~~~~~~~~~
নাকে-কানে-গলায় তোমার
স্বর্ণ কয়েক ভরি
তাইনা দেখে ইচ্ছে করে
তোমার প্রেমে পড়ি

প্রেমে পড়ার পর
আসে গায়ে জ্বর

ওসব নাকি ইমিটেশন
শুনে তোমার মুখে
আজরাইলের বুকের সাথে
ধাক্কা লাগে বুকে!
~~~~~~~~~~~~~~~~~