ঈদের পোশাক
--মোল্লা আজিজুল হক
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
করোনাকাল শুরু হতেই মনুর বেজায় ডর
বাসার বাইরে গেলেই যদি শ্বাসে করে ভর!
তাইতো মনু নিজেই নিলো লক্ষণরেখা এঁকে
করোনাকে করবে ঘায়েল ঘরে-বাসায় থেকে!
এরই মাঝে রোজা শেষে ঈদও হাজির প্রায়
বউও মনুর কানের কাছে শুধু প্যানপ্যানায়
করতে হবে ঈদের বাজার লিস্টি ধরো হাতে
সকল কিছুই দিছি লিখে ভেবে কয়েক রাতে।
আমার চাওয়া শাড়ি-চুড়ি প্রসাধনী আর
ছোট বোনের জন্য একটা থ্রিপিচ চমৎকার!
মনু বেজায় কাতর স্বরে বউয়ের দুহাত ধরে
বলে সোনা এবার বাজার তুমিই আনো করে!
কেন আমায় দিচ্ছো ঠেলে এই ভয়ানক কাজে
তুমিই বলো এমন দিনে ঈদ উৎসব সাজে!
মনুর কথায় রেগে আগুন বধূটি তার বলে
থাকো তুমি বাপের বাড়ি গেলাম আমি চলে!
মনু দেখে ভীষণ বিপদ বউয়ের পায়ে 'পরে
যাচ্ছি বাজার তুমি তবু থাকো আমার ঘরে!
আল্লাহ-খোদা স্মরণ করে মনু বাজার যায়
বাজার গিয়ে মনুর বন্ধু ধ্বনুর দেখা পায়।
দেখা হলো দুই বন্ধুর বছর দশেক পরে
কোলাকুলি হলোনা তাও করোনারই ডরে!
মনু বলে বন্ধুকে তার বাজার কেন আসা
এযে আমার বিরাট ভাগ্য বউয়ের ভালবাসা!
ধ্বনু বলে ছাড়ো বন্ধু ঈদের বাজার করা
ভাবীর কথায় বাজার ঘুরে দাম দিওনা চড়া!
বরং কেনো পিপিই-মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার
ঈদের দিনে ভাবীর জন্য দারুণ উপহার!!
এমনদিনে কেবা করে কার পোশাকের খোঁজ
ভালো খাবার বেশি কেনো জমুক ভূঁড়ি-ভোজ!
ধ্বনুর কথা মনুর মনে দিলো ভীষণ নাড়া
এসব কিনে মাতিয়ে তোলে মনু নিজের পাড়া!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷