হরিপদ ডাক্তার
মোল্লা আজিজুল হক
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
নাম তার হরিপদ
আহলাদে গদগদ
ডাক্তারি পেশা
রোগী দেখে সারাদিন
আশা-ব্র্যাকে নেয় ঋণ
জুয়া খেলা নেশা।
বেশ রাতে ফেরে ঘরে
চুপ থাকে বউ'র ডরে
দু'পকেট ফাঁকা
বউ তার ছেড়ে গলা
দিতে চায় বাঁশ ডলা
তাকে দায় রাখা।
হরিপদ থত্থর
কাঁপে ঘামে দদ্দর
'পরে বউর পায়
এতো রাতে বউ তারে
মারে যদি মাথা-ঘাড়ে
কী হবে উপায়!
গলাটাকে ভারি করে
বউ'র দুটি হাত ধরে
হরিপদ বলে
আর জুয়া খেলি যদি
যত খুশি দিও বদি
বিনয়ে সে গলে।
বউ বলে চিনি তোরে
বলেছিল খুব করে
মা আর বাপে
সেই কথা শুনি নাই
তাই আজ পস্তাই
সেই অভিশাপে।
ঠিক আছে কান ধর্
শতেক উঠ-বোস কর্
তবে পাবি মাফ
এরপরও ভুল হলে
পরপারে যাবি চলে
বলে রাখি সাফ।
হরিপদ ডাক্তার
প্রাণ পায় ধরে তার
জগ ভরা জল
ঢকঢক করে পান
গায় বউর জয়গান
আসে দেহে বল।
০৬/০৫/২০১৮