হে কাজী নজরুল
------মোল্লা আজিজুল হক
==================
ক'জন-ইবা মনে রাখি
কে বলেছেন কবে !
"আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ! "
সূর্য আজো মেঘে ঢাকা
লোকের চোখে আঁধার আঁকা
এই কথাটি গলা ছেড়ে
বলবে কে সরবে !
"আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ! "
উচ্চস্বরে আঁধার হাসে
আলোর খরায় ভুবন ভাসে
নতুন ভোরের পথ দেখাতে
কে দাঁড়িয়ে রবে !
"আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে !"
বদ্ধঘরের কপাট খুলে
বিষের বাঁশির ছন্দ তুলে
হাতে নিয়ে আবার এসো
উল্কাপিণ্ড ফুল
ঘোর আঁধারে অগ্নিমশাল
হে কাজী নজরুল !
=================