"""""""""""""""""""""""
গোঁফ নিয়ে তার বড্ড বড়াই
লম্বা-ঘন বলে
গোঁফের গুণ-কীর্তন সে
করেন নানান ছলে।
বলেন তিনি বাসর রাতে
দেখে গোঁফের বাহার
জ্ঞান হারিয়ে উলটে পরেন
নতুন বউটি তাহার!
বাসর রাতে বিড়াল মারার
গল্প চলে আজও
বউয়ের উপর সেদিন থেকেই
চলছে তাহার রাজও।
~~~~~~~~~~~~~~~~~