ঘুম সংকট

''''''''''''""""""""""""""""""""""
ঘুমে তিনি সিদ্ধ পুরুষ
শোয়া কিংবা বসায়
একটু ঘুমে হয়না ব্যাঘাত
কামড় দিলে মশায়!

ঘুমে তাহার বোনাস মেলে
নাকের ঘ র্ র্ ঘর্
ঘুমুতে তার লাগে নাতো
কোন আড়ম্বর!

বলেন তিনি ঘুমাই আমি
দাঁড়িয়ে বা হেঁটে
চক্ষু মুদে চলতে পারি
ঘুমের দু'গাল চেটে!

আরেকজনার ঘুম আসেনা
হাজার পরিশ্রমে
ঘুমের জন্য জিকির করেন
প্রতি দমে দমে!

ঘুম আসবে এই আশাতে
দু'-তিন কিলো রোজ
দ্রুতবেগে হেঁটেও তিনি
পাননা ঘুমের খোঁজ!

বিছানাতে শুয়ে কেবল
এপাশ ওপাশ করেন
কোন অষুধ কাজ করেনা
কার্ হাত-পা ধরেন!

মোল্লা বলেন প্রথম জনার
ঘুমের যেটা রোগ
তারই সাথে ঘুমহীনতার
রয়েছে সংযোগ।

কেউবা ঘুমে বিভোর কারো
ঘুমের দেখা নাই
গোড়ায় আছে একই কারণ
জানেন মালেক সাঁই!

..........................