ঘরে-বাইরে
--মোল্লা আজিজুল হক
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ঘরে আমার শরীর শুধু
মনটা বেজায় দুরন্ত
যায়না তাকে আটকে রাখা
পাখির মত উড়ন্ত।
সাগর-পাহাড় বন-বনানী
এ মন কেবল উড়ছে
দারুণ ব্যস্ত মনটা এখন
মত্ত-মাতাল ঘুরছে।
মনটা আমার সুযোগ পেয়ে
শরীরটাকে বলছে
তোমার জায়গা ঘরে এখন
আমার পাখা চলছে।
^^^^^^^^^^^^^^^^^^^