ফুলের মূল্য
*****************

ফুল হাতে নিয়ে
প্রেম চাই মুঘল সম্রাট সাজাহান
শুনিয়েছি তারে
প্রেমের সৌধ তাজমহলের গান!

শুনে সে হেসেছে
বলেছে ওসব ফুল গান দূরে রাখো
ট্যাকে যদি থাকে
মোহর-মুদ্রা তবেই নিকটে থাকো!!

ট্যাকের কথা
আসেনি মাথায় ভেবেছি ফুলের মহিমায়
কত সম্রাজ্ঞী
রাজকুমারীর পাষাণ হৃদয় গলে যায়!!!

ট্যাকভর্তি
মোহর আজকে মাথায় মস্ত টাক
তুমি অন্যের
ঘরণী, তোমার  সন্তান একঝাঁক!
"""""""""'"""""""""""""''''''''''""'''""""""""""'