ফুলের গায়ে আগুন
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ফুল কিনতে গিয়ে মনু হলো ভীষণ নাকাল
দেখে মনু বাজার গিয়ে ফুলের বড় আকাল!

পেলো যা-ও একটা-দুটো আকাশ ছোঁয়া দাম
দামের ঘায়ে পায়ের উপর পড়ে মাথার ঘাম!

হঠাৎ কেন ফুলের বাজার হলো এত চড়া
কারণ শুনে হলো মনুর চক্ষু ছানাবড়া!

ভালবাসা দিবস সাথে এলো রঙিন ফাগুন
সেই কারণে লাগলো নাকি ফুলের গায়ে আগুন!

বউয়ের যে আজ জন্মদিবস বাসায় হুলুস্থুল
ফুল না নিলে বউটা মনুর ছিঁড়বে মাথার চুল!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!