^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
উজবুক নন্দী
শিখলেনা ফন্দি
আশা করে আছো ত্রাণ

      ব্যাগ ভরে পাবে
      সবে মিলে খাবে
      গাইবে দাতার গান!

কিন্তু ত্রাণের মাল
ভ্রাতারাই চিরকাল
সাবার করেছে দাতার

      নন্দীরা গেছে ফিরে
      শূন্য দু'হাতে নীড়ে
      টনক নড়েনি ত্রাতার!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^