☞☞☞☞☞☞☞☞☞☞

দুনম্বরি করে অনেক
কামাই করি মাল
আখিরাতের জন্যে আমি
গড়ি ধর্মের চাল!

ভুখা-নাঙা,ফকির-ফাকর
যারা পাতে হাত
তাদের কিছু বিলিয়ে দিয়ে
করি কুপোকাত!

তারা আমার সুনাম ছড়ায়
হাটে মাঠে ঘাটে
বলে,আমি মহান মানুষ
এ পাড়া তল্লাটে!

খেলাধুলা গান-বাজনার
যেথায় অনুষ্ঠান
পয়সা দিয়ে সেথায় আমি
অতিথি প্রধান!

এমন করে দিনে দিনে
কিনি সবার মন
যেখানে যাই আমার ঠিকই
মিলে যায় আসন!

করে এসব ভেলকিবাজি
নিজেই লাগি তাক
আমার সাথে বাকি লোকের
আছে কি ফারাক !
☞☞☞☞☞◑☞☞☞☞☞
জুন,২০২১ খ্রিস্টাব্দ।