÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

তোমার চোখে আমার দু'চোখ আর হলোনা রাখা
হৃদয়পটে রইল কেবল তোমার ছবি আঁকা।

তোমার হাতে হাতটি রেখে আর হলোনা চলা
মনে আমার রইল বাকি অনেক কথা বলা।

ধরলা নদীর তীরে বসে দুজন পাশাপাশি
দেখব না পূ্র্ণ চাঁদের আলোক রাশিরাশি।

পারব না আর তোমার খোঁপায় গুজে দিতে ফুল
আঁচল টেনে করব না আর মিষ্টি কোন ভুল।

আসবে আবার ক্লান্ত দুপুর বাজবে বাঁশীর সুর
তুমি তখন আমার হতে রইবে অনেক দূর।

ঝিলের জলে শাপলা ফুলের বসবে আসর ঠিক
তুমিহীনা নীল যাতনায় জ্বলব ততোধিক।

আঁধার রাতে একলা আমায় শুকতারাদের মেলা
ভ্রান্তপথে তাড়িয়ে আমায় করবে অবহেলা।

সর্ষেক্ষেতের হলুদ বনে নূপুর পরা পা
প্রেমের ছোঁয়া নিতে গায়ে আমায় ডাকবে না।

পথের বাঁকে ক্লান্ত আমি একলা উদাসীন
তোমার স্মৃতি বুকে নিয়ে রইব চিরদিন!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
০৭-১২-১৯৯৫ খ্রিস্টাব্দ।