<<<<<<<<<<<<<>>>>>>>>>>>
এক.
প্রেম জগতে মজনু হব অথবা ফরহাদ
প্রেম কলঙ্ক মাখবো গায়ে থাকবেনাতো খাদ!
লোকের কথা থোড়াই কেয়ার যে যা বলে বলুক
প্রেম উপাধি করব গ্রহণ প্রেমিক এক উন্মাদ!

দুই.
চাইনা আমি কারো কাছে প্রেমের তত্ত্বজ্ঞান
আমার হৃদয় জুড়ে কেবল  বনলতা সেন
দু'দন্ড শান্তি হাতে দাঁড়িয়ে আছেন ঠাঁয়
নিখাদ প্রেমের বার্তা তিনি শর্ত ছাড়াই দেন!
<<<<<<<<<<<<<>>>>>>>>>>