দুষ্টুমাছি
-----মোল্লা আজিজুল হক
*************************
একটি পাখি লাজুক ঠোঁটে
দিচ্ছে নতুন ডাক
পাখি না-কি তোমার অঙ্গে
দেখেছে মৌচাক!
পাখির ডাকে ছুটতে পারে
দুষ্টু মাছির ঝাঁক
হামলে পরে করবে সাবাড়
নবিন মধুর চাক!
সামলে রেখো চাকের মধু
বাঁচিয়ে মাছির হুল
ক'দিন বাদে মৌ-চাষিদের
বাধবে হুলস্থুল!
+++++++++++++++++++
২৩।০২।২০১৪ খ্রিস্টাব্দ।