^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
বীণ বাজে না ওঝার
দত্যি গুলো লাগাম ছাড়া
ঘুম আসেনা প্রজার!
মারতে হবে দত্যি
হোক সে যত শক্তিশালী
এই কথাটা সত্যি!
থাকলে ভয়ে গুটিয়ে
দত্যি বেটা করবে সাবাড়
সকল কিছু চুটিয়ে!
সাহসে দেই শান
বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেই
দত্যির অবসান!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^