*************************

তোমার প্রেমে আমির হব নয় হব ফকির
প্রেম জগতে চাই না হতে রুস্তম মহাবীর
বীর করবে যুদ্ধ জয়
প্রেমপূজারী সেতো নয়
আমি প্রেমিক প্রেমের জন্য দিওয়ানা-অস্থির

*************************