(একটি প্রেমের কবিতা)
*****************
একগুচ্ছ
সবুজ গোলাপ
তোমায় দিয়ে বলতাম
জনম জনম
আমরা দুজন
পাশাপাশি চলতাম!
তোমার হাতের
শক্ত মুঠোয়
আমার কোমল হাতটি
নিশ্চিন্তে
জড়িয়ে রেখে
কাটিয়ে দিতাম রাতটি!
*********************
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।