~~~~~~~~~~~~~~~
     আমার ভিতর তুমি এবং
     তোমার ভিতর আমি
তোমার কথায় চলি আবার
তোমার কথায় থামি!

     এত নিবিড় আমরা তবু
     যোজন যোজন দূর
কেমন করে পাবো বন্ধু
তোমার হৃদয়পুর!

~~~~~~~~~~~~~~~