++++++++++++++++++++
          দুটি' বছর নববর্ষে
       কোভিড দিলো হানা
    করোনা'র এই বাড়াবাড়ি
মানবো না মানবো না!

         হলোনা তো শোভাযাত্রা
       মিলন সমাবেশ
    তাই বলে কি কেটে যাবে
  বর্ষবরণ রেশ!

         ঘরে বসেই গান করব
      করব কাব্যপাঠ
    প্রার্থনাতে বলবো সবাই
  দূর হ বালাইষাট!

         লুচি-পায়েস-মন্ডা-মিঠাই
       ঘটে যাহা আছে
    সেসব খেয়েই শুকুর গুজার
  না যাই গোস্ত-মাছে!

  পান্তা খাওয়ার থাকলে রুগী
     পেঁয়াজ-লঙ্কা মেখে
        মনের সুখে হাত ডুবিয়ে
           দেখতে পারেন চেখে!

  যারা বড্ড আহলাদি আর
     শোয়িংনেস এ ভোগে
        তাদের কীর্তি ঘরে থেকেই
           দিক অনলাইন যোগে!

  ঘরে বসেই নতুন দিনের
     করব আবাহন
        বাইরে যাবো হবে যখন
           ভীষণ প্রয়োজন!

  নববর্ষে সবার মনে
     থাকুক একই ডাক
        কোভিড উনিশ তোর বংশ
           মূলে নিপাত যাক
+++++++++++++++++++