(একটি আঞ্চলিকভাষার ছড়া)
*********************
গ্যালো বছর বসিয়া খানু
পরের বছর শুতি
তাক দেকিয়া মানষিগুলা
নাগাইল্ ঘুতাঘুতি!
হাজার জনার হাজার কতা
কতয় চ্যালকাটানি
করোনা নাকি বাড়েয়া দেছে
মাস্টারের ফুটানি!
মাস গেইলে কলাট ঝুকি
বেতন তুলির যাং
পকেট গরম হামরা নিতাও
মাছ-গোশত খাং!
কাঁয়ো বা কয় ত্যাল ধরিচে
দ্যাকেন উমার গাত্
কাম না করি শুতি-বসি
তিনবেলা খায় ভাত!
কাঁয়ো বা কয় উমরা ব্যাহে
পূণ্যি কচ্চে ম্যালা
তারে বাদে আরাম করে
করোনার এইবেলা!
ইচ্চা ছেলো আরো ক'দিন
নিন্ পাড়িয়া খামো
বাসাত্ থাকি চাকরি শেষে
ইটারমেন্ট এ যামো!
তাকেতো আর হইল্ না এলা
শোতা বইসা বাদ
আগের নাকান খাড়া হয়া
নেমো খাওয়ার স্বাদ!
+++++++++++++++++++
সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ।