☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
একটি লোকের হাঁচি ছিল
গায় ছিল না জ্বর
গলাব্যথা? তা-ও ছিল না
তবু্ও কোভিড ডর!

ভেবে-চিন্তে লোকটি গেলেন
ডাক্তারের চেম্বারে
দেখে ডাক্তার বলে, আসুন
করোনা টেস্ট করে!

লোকটি বলেন করোনা টেস্ট!
কত টাকার ব্যাপার?
ডাক্তার কন অমুক ক্লিনিক
মাত্র তিন হাজার!

শুনে লোকটি ডাক্তার সাবের
গিয়ে মুখের কাছে
গায়ের জোরে তিন তিনবার
রাম হাঁচি সে হাঁচে!

হাঁচি দিয়েই দৌড়ে লোকটি
আউট অফ চেম্বার
ভাবেন তিনি টাকা ছাড়াই
টেস্ট হবে এবার!

হাঁচির চোটে ডাক্তার করে
অগ্নিমূর্তি ধারণ
বলেন তিনি এমন রোগী
চেম্বার আসা বারণ!

যিনি করেন রোগী-গণের
সিরিয়াল মেইনটেইন
স্যারের কথায় তাহার বুকে
বাড়ে খানিক পেইন!

দু'দিনবাদে সেই লোকটি
সিরিয়ালদাতার কাছে
মোবাইলফোনে জানতে চান
ডাক্তার সাব আছে?

চেম্বারে কি আসেন তিনি
রোগী দেখেন রোজ?
আমার জানা খুব জরুরি
তাই করছি খোঁজ!

সিরিয়ালদাতা বলেন আমার
স্যার সুস্থ আছেন
রোগী দেখছেন নিয়মিত
চেম্বারেও আসেন।

সিরিয়ালদাতার কথায় লোকটি
হয়ে যান কনফার্ম
তার শরীরে করোনা নাই
নাই ক্ষতিকর জার্ম!

ডাক্তার সাব সুস্থ আছে
হাঁচি খাওয়ার পরও
সেই লজিকে লোকটিরও আর
নাই করোনার ডরও!
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।