ছড়িয়ে ছড়া আগুন
আনুক শুদ্ধ ফাগুন
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪


ছড়ার বজ্রে আঁধার তাড়াই
অগ্নি যানে
আলোর পানে দু'হাত বাড়াই।

শব্দ গেঁথে বুলেট বানাই
লক্ষ্য তারা
করছে যারা ধানাইপানাই!

জ্বালিয়ে ছড়ার লক্ষ মশাল
সূর্য উনুন
রাঙিয়ে খুন নাচুক মাতাল!

ছড়া সকল প্রতিবাদে প্রতিরোধে
শ্লোগান ধরে
ফেটে পড়ে দারুণ ক্রোধে!

========================