******************
কালো বরণ স্নিগ্ধ মুখে
হাসির জ্যোৎস্না ঝরে
সেই জ্যোৎস্না জয়ের নেশায়
রাজার কুমার ডিঙ্গা ভাসায়
রাজ্যও ত্যাগ করে!
হয়না কভু সাদা-কালোয়
শ্রেষ্ঠত্বের প্রমাণ
মনুষ্যত্ব-ই মানুষ হওয়ার
নিয়ামক প্রধান!
অন্ধ যারা তারাই কেবল
বাহিরটাকে দেখি
চেনার যারা দেখেই চেনে
আসল নাকি মেকি!
*****************
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।