বউয়ের ছোটভাই
(একটি রম্য ছড়া)

----------মোল্লা আজিজুল হক
***************************
কয়না মুখে ভাবে বুঝায়
ঘুষ ছাড়া কাম নাই
জাইনা রাখেন ওরা আমার
বউয়ের ছোট ভাই।

ওদের আমি দু'কান ধরে
উঠাই এবং বসাই
হিসাব করে দিনে দু'বার
নাক মেঝেতে ঘঁষাই!

একই সাথে তওবা করাই
ঘুষ যদি খাই তবে
নিয়মিত ডাস্টবিনের ঐ
ময়লা খাওয়া হবে!

অফিস গিয়ে আবার ওরা
ঘুষের দোকান খোলে
তওবায় কী বলেছিলো
দিব্যি সে সব ভোলে!

ওদের গায়ে পড়া যেন
সেই পশুটির চাম
মন্দ-ভাল কোন কথায়
হয়না কোন কাম!

কুকুরের লেজ তেল মালিশে
হয়ত হবে সোজা
কিন্তু সোজা করতে ওদের
ব্যর্থ যুগের ওঝা!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!