~~~~~~~~~~~~~~~~~~~
বই বড় প্রিয় ধন
দিও নাকো ধার
ধার দিলে ঘরে সে
ফিরবেনা আর!
বউর যদি থাকে শুধু
বাহিরের টান
সেই ঘর মরুময়
বিরহ বিরান!
সযতনে রেখ সদা
বউ আর বই
এই দুটি বিষয়ে
সাবধানী হই!
~~~~~~~~~~~~~~~~~~~~
অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ।