=============
এই বসন্তে হাঁটু গেঁড়ে
প্রেম করেছি নিবেদন
হলুদ গাদায় একটুখানি
গলেনিতো তোমার মন!
তোমার ভাবনা হোটেল মোটেল
বাই এয়ারে হবে ট্যুর
তবেই হয়তো নাগাল পেতাম
আমি তোমার হৃদয়পুর!
কিন্তু আমি প্রেমে পাগল
অর্থ-বিত্তে দেইনি মন
আমার কাছে প্রেম সত্য
পবিত্র ও চিরন্তন।
বললে তুমি,লক্ষ্মীসোনা
ওহে প্রেমিক যাদুধন
প্রেম মিলেনা কাব্যকথায়
ওসব বড্ড পুরাতন!
এসব হত কৃষ্ণকালে
এইযুগে তা চলেনা
ফাঁকা পকেট নিয়ে এসে
প্রেমের কথা বলেনা!
=============