*************

  প্রিয় সাদা জল ফুল
      আষাঢ় ও শ্রাবণ
দুয়ে মিলে একসাথে
        ভরে দেয় মন!

    তার রূপ-রস-ঘ্রাণ
            জল টলমল
     টুপটাপ সাদা ফুল
           নুপুর বাদল!

*************
জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ।