বর্ণবাদ বিরোধী টিকা
----মোল্লা আজিজুল হক

```````````````````````````````
মহাকালের নানা বাঁকে
নানান রোগে-শোকে
প্রতিরোধহীন পথ্যবিহীন
প্রাণ দিয়েছে লোকে।

একুশ শতক এমনই বাঁক
কোভিড-১৯ রোগ
প্রতিদিনই করছে মানুষ
মৃতের খাতায় যোগ!

জীবনঘাতি জ্বরা-ব্যাধির
অষুধ আবিষ্কারে
কিছু মানুষ সর্বকালে
আহার-নিদ্রা ছাড়ে।

কোভিড-১৯ রোগের টিকাও
হয়ত হবে বাহির
আবার মানুষ শান্ত হবে
শ্বাস নেবে স্বস্তির।

মনুষ্য প্রাণ  রক্ষা যদি
আসল অভিপ্রায়
বর্ণবাদ বিরোধী টিকার
নামুন গবেষণায়!
~~~~~~~~~~~~~