~~~~~~~~~~~~~~~~~~
      এই শহরের আকাশ থাকে
      বন্দী দালান-কোঠায়
      বন্দী মানুষ আকাশ দেখার
      ব্যর্থ প্রচেষ্টায়-

  দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে
  গ্রিলের ফাঁকে চেয়ে
  আকাশ প্রিয় গ্রাম-গঞ্জের
  মুক্তডানার মেয়ে!

      চোখে ভাসে প্রিয় গাঁয়ের
      নীলাভ স্বচ্ছ আকাশ
      সবুজ মাঠে রোদের খেলা
      আজকে দীর্ঘশ্বাস!
<<<<<<<<>>>>>>>>