************

বলেছ তুমি এখনো আছে তোমার বইয়ের ভাঁজে
আমার প্রেমের প্রথম অর্ঘ্য গোলাপ পাপড়ি তা যে!
কেন এতকাল জড়িয়ে রেখেছো ব্যর্থ প্রেমের স্মৃতি
তোমার সমুখে আসার সাহস আমার কি আর সাজে!

**********************