*******************

হরেক রকম মেলার ভিড়ে
এলো রে বইমেলা
চলো সবাই ঘুরে আসি
না করি কেউ হেলা।


খোকাখুকু, ছেলে-বুড়ো
কেউ যাবেনা বাদ
বইয়ের ভিতর সবার জন্য
আছে সু সংবাদ।


মনের মত বই কিনব
পড়ব নিয়মিত
আনন্দে মন উঠবে ভরে
মুছবে দুঃখ-ক্ষত।


বইয়ের মাঝে জ্ঞানের রাজ্য
করতে হবে খোঁজ
নিয়ম করে বই পড়বো
সপ্তাহে নয় রোজ।

********