বিবাহ জট
মোল্লা আজিজুল হক
"""""""""""""""""""""""""""""
অস্থিরতায় ভুগছে মনু
হচ্ছেনা তার বিয়ে
পারছেনা সে উঠতে বাসায়
সঙ্গে কাউকে নিয়ে।
প্রেম চেষ্টায় ব্যর্থ মনু
দেয়নি কেহ সাড়া
সময় নস্ট চেষ্টা মনু'র
গেছে মাঠে মারা।
বিয়ের জন্য মনু শেষে
পরিবারের উপর
দায় চাপিয়ে যাচ্ছে গুনে
অপেক্ষার প্রহর।
তবু তাহার আসছেনাতো
বিয়ের শুভক্ষণ
ছটর-ফটর করছে মনু'র
বিয়ে পাগল মন।
কেন এমন, কোথায় গলদ!
চলছে গবেষণা
এমন সময় বাসায় এলেন
মনু'র প্রিয় নানা।
সকল কিছু পরখ করে
বসেন নানা ধ্যানে
কেন মনু'র হয়না বিয়ে
দেখেন দিব্য জ্ঞানে!
দিব্য জ্ঞানে দেখেন তিনি
আছে বিরাট ফাঁক
ফাঁকটা হলো মনু'র মাথার
মস্ত বড় টাক।