~~~~~~~~~~~~~~~~
আগস্ট এলেই পাখিরা নিরব
হারিয়ে ফেলে ভাষা
বাতাসে ছড়ায় বেদনা বিধুর
খবর সর্বনাশা!
থমকে দাঁড়ায় বহতা নদী
জলের করুন সুর
পাহাড়-বনানি-গগন ছাড়িয়ে
পৌঁছে সমদ্দুর!
কাননে কাতর গোলাপ-জবার
ধূসর পাপড়িদল
শোকের বিলাপ করে প্রজাপতি
মৌমাছি অবিরল!
গভীর আঁধারে যায় হারিয়ে
সূর্যের আলো-তাপ
ঘাসের ডগায় শিশির কণার
কী ব্যাকুল পরিতাপ!
শত্রুরদল রাতের গভীরে
চোরের স্বরূপ ধরে
জাতির পিতার সাথে বাংলার
স্বাধীনতা হত্যা করে!
পিতৃ হত্যার শোক আজকে
শক্তিতে অবিচল
পিতার চেতনা সোনার বাংলা
বাঙালির লক্ষ্যস্থল!
~~~~~~~~~~~~~~~~~
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।