~~~~~~~~~~~~~~~~~~~~~~
সঙ্গোপনে ভালবাসায়
গেছে অনেক বেলা
এবার প্রকাশ হতেই হবে
হব খোলামেলা!
তুমি আমার আমি তোমার
ভয় করিনা বুলেট-বোমার
মাইক লাগিয়ে করব প্রচার
তোমার আমার প্রেম
যাদের খুশি করতে পারে
কোর্ট এ গিয়ে ক্লেম!
আমরা দুজন প্রেমে পাগল
ভাঙব সকল বাধা-আগল!
জানবে তোমার বাবা ও মা
জানবে তোমার ভাই
তোমার আমার মত এমন
প্রেমিক জুটি নাই!
আমার পাড়া শহর ছেড়ে
প্রেমের সবুজ ঝান্ডা নেড়ে
ছড়িয়ে যাবে দশ দিগন্তে
এই প্রেমের খবর
ইতিহাসে তোমার আমার
প্রেম হবে অমর!
~~~~~~~~~~~~~~~~~~~
জুন, ২০২১ খ্রিস্টাব্দ।