::::::::::::::::::::::::::::::::
ধরতে গিয়ে হয়না ধরা
ঘিরে রাখে চৈত্র খরা
বুক করে চিনচিন
পাশেই আছো তবুও দূরে
শ্যামের বাঁশি বিষাদ সুরে
বাজে রাত্রি-দিন
এ মন নিখাদ মরুভূমি
বালুকণায় নিত্য তুমি
ছড়িয়ে রাখো ঋণ!
::::::::::::::::::::::::::::::::
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।