(একটি শিশুতোষ ছড়া)
++++++++++++++++++++++

   ছোট্ট খুকির নামটা মজার
    দোল-দুলুনি-দুলি
     তাহার হাতে ছবি আঁকার
      খাতা ও রং-তুলি!

      রঙের ছোঁয়ায় আঁকবে দুলি
    একটি ময়না পাখি
   সকাল-বিকাল সেই পাখিটা
  করবে ডাকাডাকি!

  আঁকতে গিয়ে ময়না পাখি
   হয়ে গেলো কাক
    কিন্তু কারো পছন্দ নয়
     কাকের কা-কা ডাক!

     দুলি ভাবে কাক আমাদের
    পরম বন্ধু পাখি
   কানে যতই বাজুক না তার
  কর্কশ ডাকাডাকি!

  ময়লা-আবর্জনা খেয়ে
   করে পরিষ্কার
    পরিচ্ছন্ন-পরিবেশের
     জন্য কাক দরকার!

     আঁকতে গিয়ে ময়না হয়নি
    কি হয়েছে তাতে!
   কিন্তু দুলির আঁকার নিপুণ
  শক্তি আছে হাতে!

  আজ হয়নি ময়না পাখি
   কাল নিশ্চয় হবে
    হাল ছেড়োনা চেষ্টা করো
     ফল মিলবে তবে!

+++++++++++++++++±++