(একটি শিশুতোষ ছড়া)
~~~~~~~~~~~~~~

   বৃষ্টির গান টাপুর-টুপুর
    শুনতে লাগে ভালো
     তারই সাথে ভয়ও লাগে
      বজ্রপাতের আলো!

   আম্মু বলেন আকাশ যখন
    মেঘে আঁধার ছাওয়া
     শুনে রাখো আমার মানা
      তখন বাইরে যাওয়া!

   বৃষ্টি জলে ভিজলে সোনা
    লাগবে সর্দি-জ্বর
     শিশুর কিছু হলে যেনো
      বাবা-মায়ের ডর।

~~~~~~~~~~~~~~~~
জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ।