++++++++++++
পেটের ক্ষুধা নিবারণে
খেতে দু'টো ধান
নেমেছিলাম ঐ চাতালে
আনন্দে আটখান!
মনের সুখে খুটে খুটে
করছিলাম আহার
নানান পাখির উপস্থিতি
ছিল চমৎকার!
ধানে ছিল বিষ মাখানো
আমরা কিতা জানি!
কেমন করে বুঝব তাদের
মনের এ শয়তানি!
খাওয়া শেষে উড়তে গিয়ে
পাইনা পাখায় জোর
ছোট্ট দেহে নেমে এলো
আঁধার ঘন ঘোর!
বিষের জ্বালায় শরীর পোড়ে
ছটফট করে প্রাণ
খাবার খাওয়ার অপরাধে
জীবন করি দান।
কারো ক্ষতি করিনাতো
আমরা বনের পাখি
পরিবেশের শোভা বাড়াই
ভারসাম্য রাখি।
নানান সুরে-রূপে-রঙে
প্রকৃতিকে সাজাই
তারই প্রতিদানে কেন
এমন শাস্তি পাই!
তোমরাতো ভাই এই ভূবনে
সেরার দাবীদার
আমরা অতি ক্ষুদ্র প্রাণী
নাই সে অহংকার!
দয়ামায়া, বুদ্ধি-বিবেক
নিয়েই তোমরা সেরা
আজকে দেখি পাষাণ হৃদয়
আঁধার দিয়ে ঘেরা!
সৃষ্টিসেরা মানুষ তোমরা
হও যদি নিষ্ঠুর
আমরা তবে থাকব যেন
যোজন যোজন দূর।
{{{{{{{{{{{{{{{{{{{{{{{